নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের-১(রূপগঞ্জ) আসন জমে উঠেছে প্রচার প্রচারণায়। প্রতিক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রম। আওয়ামীলীগর মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে বর্তমান সরকারের নানা উন্নয়ন ভোটারদের কাছে তুলে ধরছেন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । উন্নয়ন বুঝে নিন, নৌকা মার্কায় ভোট দিন এই স্লোগানে ভোটারদের কাছে ধারে ধারে ঘুরছেন নেতাকর্মীরা। ২২ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পক্ষে মিছিল ও গণসংযোগ করেন।
এ সময় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, আনোয়ার ইসলাম আনু, মজিবুর রহমান মজিদ, যুবলীগ নেতা মতিউর রহমান মতিন, বাবুল মিয়া, হযরত আলী, ফজর মিয়া, সেলিম মিয়া, সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 Comments