নিজস্ব প্রতিবেদকঃ
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামাল সেই সময় ছিলেন ছাত্র-যুব সমাজের আস্থার প্রতীক। দেশের ভবিষ্যৎ কর্ণদ্বারকে নিঃচিহ্ন করতেই বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করা হয়। তখন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে যাওয়ায় বর্তমানে দেশের সার্বিক উন্নতি হচ্ছে। আজ৫ জুলাই শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন।
ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হাটাব সিটি মার্কেট সংলগ্ন মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফজলুল হক মোল্লা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ মানজারি আলম মোল্লা (টুটুল), রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, আওয়ামীলীগ নেতা আবু দাউদ মোল্লা, সৈয়দ গোলাম রূপস, ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সহ-সভাপতি নাজমুল হাসান সবুজ, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ বাবুল ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান ভুঁইয়া, মোঃ হাবিবুর রহমান শিশু, মাসুদ মোল্লা, ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ ভুঁইয়া, ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, মাঝিপাড়া এলাকার সমাজ সেবক তারিকুল ইসলাম ভুঁইয়া রানা প্রমুখ।
পরে বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
0 Comments