Header Ads Widget

Responsive Advertisement

রূপগঞ্জের পূর্বগ্রাম-পশ্চিমগাঁও সড়ক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পুর্বগ্রাম-পশ্চিমগাঁও সড়ক উদ্বোধন করা হয়েছে। গতকাল ৬ আগষ্ট শনিবার দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ সড়ক উদ্বোধন করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের আবেদন নিবেদনের পর অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১কোটি ৬৫লাখ টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণ করে।
পূর্বগ্রাম খান বাড়ি মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহেদ আলী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, কায়েতপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিল্পপতি নুরুজ্জামান খাঁন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

পরে নামফলক উন্মোচন করে সড়ক উদ্বোধন করা হয়।

Post a Comment

0 Comments